রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা পাঁচ দিন বাড়ানো হয়েছে। একই সঙ্গে ভোটগ্রহণের তারিখও কিছুটা পিছিয়ে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ দপ্তরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, কমিশনের জরুরি সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে— ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করা হবে, ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হবে, মনোনয়নপত্র বিতরণের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
ভোটের নতুন তারিখ সম্পর্কে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল ঘোষণা করা হবে। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ভোটকেন্দ্র পরিবর্তন, প্রধান নির্বাচন কমিশনারের পদ পরিবর্তন এবং প্রার্থীদের ডোপ টেস্টের মতো কারণে নির্বাচন তফসিল কিছুটা পেছাতে হচ্ছে।
প্রসঙ্গত, গেল ২৮ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা এখন ৩১ আগস্ট পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন।
এমএ//