দেশজুড়ে

নিখোঁজের ২ দিন পর নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বাঁকখালীতে নদীতে ফুটবল খুঁজতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র মিছবাহ উদ্দিনের লাশ উদ্ধার হয়েছে। ২ দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টায় স্থানীয়দের সহযোগিতায় বাঁকখালী নদীর বাংলাবাজার ব্রিজের নীচ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

নিহত কিশোর মিছবাহ উদ্দিন (১৪) স্থানীয় আইডিয়াল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র এবং উক্ত এলাকার নুরুল আলমের ছেলে।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে কক্সবাজারে সদরের ঝিলংজা চাঁদের পাড়া বাঁকখালী নদীর তীরে সহপাঠীদের সাথে খেলার একপর্যায়ে নদীতে ফুটবল পড়ে যায়। ঐ ফুটবল নদীতে খুঁজতে গিয়ে সে নদীতে তলিয়ে যায়। এরপর দু’দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #নিখোঁজ #লাশ উদ্ধার #স্কুল ছাত্রের লাশ উদ্ধার