আন্তর্জাতিক

ক্ষুব্ধ জনতার ধাওয়ায় পালালেন মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন ভারতের বিহার রাজ্যের পল্লী উন্নয়নমন্ত্রী শ্রাবণ কুমার। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে মারধরের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে মন্ত্রী দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে উত্তেজিত জনতা প্রায় এক কিলোমিটার পর্যন্ত তার গাড়ি ধাওয়া করে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) বিহারের নালন্দা জেলার যোগীপুর মালাওয়ান গ্রামে। খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে স্থানীয় একজন বিধায়ককে নিয়ে সাম্প্রতিক এক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যোগীপুর মালাওয়ান গ্রামে যান শ্রাবণ কুমার। কিন্তু তাদের পৌঁছানোর কয়েক মিনিট পরেই গ্রামবাসীদের একটি বিশাল দল তাদের ঘিরে ফেলে।

বলা হচ্ছে, মন্ত্রীর বিলম্বিত সফরের কারণেই এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে গ্রামবাসী মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি ‘কোনো সংবেদনশীলতা দেখাননি’ এবং এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি তাদেরকে।

এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীর আক্রমণের মুখে কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হন মন্ত্রী শ্রাবণ কুমার ও তার সঙ্গে যাওয়া বিধায়ক। তবে এই ঘটনায় মন্ত্রীর দেহরক্ষী আহত হয়েছেন। তাকে দ্রুত ইলিশ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

কর্মকর্তারা আরও জানান, ওই রাজনীতিবিদরা যখন তাদের গাড়িবহর নিয়ে চলে যান, তখনও গ্রামবাসীরা তাদের তিনটি গাড়ি প্রায় এক কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে।

পরে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #বিহার #মন্ত্রী #ধাওয়া