রাজনীতি

নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীতে সংঘর্ষে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের চিকিৎসায় ছয় সদস্যের উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

শনিবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের নাকের হাড় ভেঙে গেছে, চোখের ওপরে আঘাত রয়েছে এবং মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতেই তাকে প্রথমে ক্যাজুয়ালটি বিভাগে নেওয়া হয়, পরে ওএসইসি থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

আসাদুজ্জামান বলেন, নুর বর্তমানে স্থিতিশীল আছেন। তবে এখনই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে। তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে, তা ওষুধে ভালো হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

মেডিকেল বোর্ডে হাসপাতালের পরিচালক ছাড়াও এনেস্থেসিয়া, ক্যাজুয়ালটি, নাক-কান-গলা, নিউরোসার্জারি ও চক্ষু বিভাগের চিকিৎসকরা রয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়।

এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরকে রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

আইএসপিআর জানায়, সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা চালানো হয়। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভিপি নুর