রাজনীতি

বিজয়নগরে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পুলিশ ও সেনাবাহিনীর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীর এতে করে কাকরাইল থেকে পল্টন ও পল্টন থেকে কাকরাইল পর্যন্ত উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই মিছিল নিয়ে সেখানে জড়ো হন নেতাকর্মীরা। পরে বিকেল চারটার কিছু আগে রাস্তা অবরোধ করেন তারা।

এ সময়  জাতীয় পার্টি ও সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা এসময়ে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে গতকাল জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের সময়  পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গণঅধিকার পরিষদ