রাজনীতি

এবারে ট্রাকই হচ্ছে নৌকা এবং ধানের শীষের প্রতিনিধি : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বিএনপি তো অফিশিয়ালি গণঅধিকার পরিষদকে এই আসনে সমর্থন দিয়েছে। এই অঞ্চলে বিশেষ করে বিগত নির্বাচনগুলোতে নৌকা ও ধানের শীষের নির্বাচন হতো। এবার ব্যালটে নৌকা নাই, ধানের শীষ নাই, ট্রাকই হচ্ছে নৌকা এবং ধানের শীষের প্রতিনিধি

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, কাজেই এলাকার সন্তান হিসেবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে, যেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, সারা বাংলাদেশে নির্বাচন করার সুযোগ থাকলেও  এই জনপদে ছুটে এসেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা পাশে থাকবেন।

তিনি বলেন,  ২৮ বছর পরে ডাকসু নির্বাচনে আমাদের পেছনে মিছিল করার জন্য ৫০টি ছেলেমেয়ে পাইনি। কিন্তু ১১ হাজার ভোট পেয়েছিলাম।  ইনশাআল্লাহ গলাচিপা-দশমিনায় ও ওই দীর্ঘ ২৮ বছরে অনুষ্ঠিত হওয়ার ডাকসু  নির্বাচনের মতই ট্রাক মার্কার আরেকটি বিজয় এবং ইতিহাস সৃষ্টি হবে।

এ সময় পটুয়াখালী ৩ আসনের গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নুরুল হক নুর