আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭৭ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা জোরদার করেছে দখলদার ইসরাইলি বাহিনী। একদিনে সেখানে নিহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা। এমনকি ত্রাণ সংগ্রহের লাইনে দাঁড়ানো অবস্থায় প্রাণ হারিয়েছেন ১১ জন।

রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দফায় দফায় হামলা ও উচ্ছেদের ভয়ে শত শত মানুষ নগরী ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেউ গাধার গাড়িতে, কেউবা ছোট ভ্যানে করে সীমিত মালপত্র সঙ্গে নিয়ে অনিশ্চিত আশ্রয়ের খোঁজে রওনা হয়েছেন।

গাজা সিটির উপকণ্ঠে দেইর আল-বালাহর কাছে নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশে অনেক পরিবার খোলা জায়গায় অস্থায়ী তাবু গেড়ে থাকতে শুরু করেছে। এদের অনেকেই একাধিকবার ঘর হারিয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ আশঙ্কা করছে, গাজা দখল এবং প্রায় ১০ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার লক্ষ্যেই ইসরাইল হামলা আরও বাড়াচ্ছে। গেল সপ্তাহে ইসরাইল ঘোষণা দিয়েছিল, গাজা সিটিকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে গণ্য করে নগরী দখলের প্রাথমিক ধাপ শুরু করেছে তারা।

গাজার হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবারের হামলায় শুধু গাজা নগরীতেই নিহত হয়েছেন অন্তত ৪৭ জন। এর বাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় আবাসিক ভবনে হামলায় নিহত হয়েছেন আরও সাতজন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ছুটে এসেছে স্বেচ্ছাসেবীরা।

আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেছেন, ‘প্রতিটি এলাকায় হামলা জোরদার হচ্ছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টার—সবকিছু গুঁড়িয়ে যাচ্ছে। যখন মানুষ খাদ্য, পানি আর চিকিৎসার তীব্র সংকটে ভুগছে, তখনই পুরো গাজা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #ইসরাইল #গাজা