গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর হামলায় শিশু, ত্রাণপ্রার্থী ও সাংবাদিকসহ ১০৫ জন ফিলিস্তিনি নহত হয়েছে। বুধবার (০৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজা সিটি দখলের চেষ্টায় সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী। শহরের বেশিরভাগ এলাকায় কয়েকদিন যাবত টানা বোমাবর্ষণ করা হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় শুধু গাজা সিটিতেই অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
এছাড়া গেল একদিনে অনাহারে মারা গেছে আরও ১৩ জন। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভিক্ষ মারাত্মক রূপ নিচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ জনের বেশি।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামির নিশ্চিত করেছে গাজা সিটিতে স্থল অভিযান শুরু হয়েছে। তিনি জানিয়েছে, অভিযান আরও তীব্র হবে।
এমএ//