অর্থনীতি

আজ থেকে দেশে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

দেশে আবারও স্বর্ণের দাম বেড়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

অন্যদিকে, রুপার দাম কোনো পরিবর্তন করা হয়নি। আগে যেমন ছিল, এখনও তেমনই আছে। বর্তমান বাজারদরে ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

বাজুস সংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, ডলারের বিনিময় হার এবং আমদানি খরচ বেশি হওয়ায় দেশের বাজারেও বারবার সোনার দাম বাড়ছে। এদিকে, দাম স্থির না থাকায় অনেক ক্রেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজুস #স্বর্ণের দাম #স্বর্ণ