আন্তর্জাতিক

বাইডেনের ক্যান্সার কোষ অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ত্বক থেকে ক্যান্সার কোষ অপসারণের অস্ত্রোপচার করিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) এক মুখপাত্র সূত্রে এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

অপারেশনে ব্যবহৃত হয়েছে মোহস সার্জারি নামে পরিচিত বিশেষ চিকিৎসা পদ্ধতি যা সাধারণত ত্বকের প্রচলিত ক্যান্সারের ক্ষেত্রে কার্যকর হিসেবে বিবেচিত হয়।

এ বছরের মে মাসে বাইডেন প্রকাশ্যে জানান, তার মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে। বয়স ৮২ হলেও তিনি চিকিৎসা গ্রহণে দৃঢ় মনোভাব দেখাচ্ছেন। সহযোগীরা জানিয়েছেন, যদিও ক্যান্সারটি দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখে, এটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে আশাব্যঞ্জক ফলাফল আশা করা যাচ্ছে।

অস্ত্রোপচার সম্পর্কিত প্রশ্নে রয়টার্স বাইডেনের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বাইডেনের ত্বক থেকে একটি অস্বাভাবিক অংশ অপসারণ করা হয়েছিল। পরে সেটি ত্বকের ক্যান্সারের সাধারণ ধরণ হিসেবে নিশ্চিত হয়।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #জো বাইডেন #ক্যান্সার কোষ #অস্ত্রোপচার