জনপ্রিয় গায়ক ও সংগীতশিল্পী তাহসান খান বর্তমানে অস্ট্রেলিয়ায় একাধিক শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
ছবিতে দেখা যায়, তাহসান হাসিমুখে একজন নবজাতককে কোলের দিকে এগিয়ে নিচ্ছেন। এর ফলে ভক্তদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, শিশুটি হয়তো তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদের সন্তান।
গুঞ্জন তুঙ্গে পৌঁছার পর নিজেই বিষয়টি পরিষ্কার করেন গায়ক। তিনি বলেন, “ছবিটি তিন বছরের পুরনো। কোলের শিশুটি আমার ছোট ভাইয়ের। তখন সেই বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম।” সেই সময় তিনি কিছুটা বিব্রত বোধ করেছিলেন।
উল্লেখ্য, তাহসান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ চলতি বছরের ৪ জানুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর থেকে দম্পতিকে ঘিরে ভক্তদের কৌতূহল ক্রমশ বেড়ে চলেছে, আর তাদের প্রতিটি ছোট ঘটনা মুহূর্তের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
এসকে//