দেশজুড়ে

ঘরে ঢুকে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ইউনিয়নের রাইস মিল এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ হত্যার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 নিহত মাওলানা আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে। তিনি ভোলা জামে মসজিদের খতিব ও দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন।

স্থানীয়রা জানান, পরিবার অন্যত্র থাকায় কয়েকদিন ধরে তিনি একাই ওই বাড়িতে ছিলেন। এদিন এশার নামাজ শেষে বাসায় ফেরার কিছুক্ষণ পর তার চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, তবে এখনও কাউকে আটক করা যায়নি।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভোলা #হত্যা #মসজিদের খতিব হত্যা