রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আজহারুল, নোমান, নাসিম ও জসিম। তারা বসিলা এলাকার ছিনতাইকারী চক্র ‘মাহী গ্রুপ’ এর সক্রিয় সদস্য।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় এক যুবককে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন এক যুবক।
এ সময় একটি অটোরিকশা থেকে দুইজন নেমেই যুবককে অস্ত্র দিয়ে আঘাত করে। ওই সময় যুবকের পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল কেড়ে নিয়ে মুহূর্তেই আবার অটোরিকশা নিয়ে ছিনতাইকারীরা চলে যায়।
এমএ//