প্রবাস

সৌদি যাচ্ছেন ক্রিকেটার তামিম, মাহমুদ উল্লাহ রিয়াদ

সৌদিতে শুরু হচ্ছে বাংলা প্রিমিয়ার ক্রিকেট লীগ

প্রবাস ডেস্ক

বাংলাদেশকে তুলে ধরতে এবং প্রবাসীদের মধ্যে ক্রিকেটের মাধ্যমে একতা বৃদ্ধি করতে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সৌদি আরবে। আগামী ১২ সেপ্টেম্বর এই প্রথমবারের টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

এই আয়োজনের বিস্তারিত জানানোর জন্য রাজধানী রিয়াদে ইয়াসমিন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেছেন আয়োজক কমিটির সদস্যরা।

প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন আইকনিক ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটাররা তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং আবিদ হোসেন সামি। পাকিস্তান থেকে এই টুর্নামেন্টে অংশ নেবেন সাবেক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ১৬টি জেলার প্রবাসী ক্রিকেট দল অংশ নেবে। প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই টুর্নামেন্ট চলবে ৩ অক্টোবর পর্যন্ত। সংবাদ সম্মেলনে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয়, মোঃ সালাউদ্দিন আহমেদ এবং ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদিতে #শুরু #হচ্ছে #বাংলা #প্রিমিয়ার #ক্রিকেট #লীগ