আন্তর্জাতিক

প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ-২০২৫

রিয়াদে চিটাগং জায়ান্টস দলের সংবাদ সম্মেলন

মিজানুর রহমান বাবু, রিয়াদ প্রতিনিধি

সৌদি আরবে প্রবাসীদের সবচেয়ে বড় ক্রিকেট আসর প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলনে করেছে চিটাগং জায়ান্টস দল। রিয়াদে চিটাগং রেস্টুরেন্টের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

 আব্দুল মতিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চিটাগং জায়ান্টস দলের স্বত্বাধিকারী  আব্দুল হাকিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের চেয়ারম্যান মো: মকবুল পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন  মো: হাজি সেলিম, মো: আবছার এবং সহকারী টীম ম্যানেজার ইমাম মাহাদীসহ আরো অনেকে।

বাংলাদেশ  ও পাকিস্তান থেকে আগত খেলোয়াড়দের সাথে খেলবেন প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা। ইতিমধ্যে চিটাগং জায়ান্টস দলে চুক্তিবদ্ধ হয়েছেন সৌদি আরব জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মো: হিসাম। 

এ সম্পর্কিত আরও পড়ুন #রিয়াদে #চিটাগং #জায়ান্টস #দলের #সংবাদ #সম্মেলন