ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের এলাকার নয়টি মসজিদের সামনে শূকরের কাটা মাথা ফেলে রাখা হয়েছে। এর মধ্যে পাঁচটির ওপরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নাম লেখা ছিল।
উসকানিমূলক এ ঘটনায় কারা জড়িত, তা এখনও শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে, ফ্রান্সের মুসলিম জনগণের প্রতি সমর্থনের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে তারা।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পরপরই তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, ফ্রান্সকে অস্থির করার জন্য ‘বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা’ উড়িয়ে দিতে পারছেন না তিনি। কারণ, এই মুহূর্তে চরম আর্থিক ও রাজনৈতিক সংকটের মুখে আছে ফ্রান্স।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ সাংবাদিকদের বলেছেন, আমি চাই আমাদের মুসলিম স্বদেশীরা শান্তিতে তাদের বিশ্বাস পালন করতে সক্ষম হোক।
উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে বেশি ইসলাম ধর্মাবলম্বীর বসবাস ফ্রান্সে। ৬০ লাখেরও বেশি মুসলিম বাস করেন দেশটিতে এবং তাদের জন্য শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছেন দেশটির মুসলিমরা। আলিম বুরাহি নামে প্যারিসের একটি মসজিদের সভাপতি বলেছেন, এ ধরনের ঘটনা দেখা ভয়াবহ এবং হতাশাজনক। যদি তারা এসব করতে পারে, তাহলে তারা আরও কিছু করতে পারে।
ফ্রান্সের মানবাধিকার কমিশনের ২০২৪ সালের প্রতিবেদন অনুসারে, আশঙ্কাজনক হারে বর্ণবাদ বাড়ছে দেশটিতে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৮১টি মুসলিম-বিরোধী কর্মকাণ্ড রেকর্ড করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮১ শতাংশ বেশি।
এসি//