রাজনীতি

চার্লি কার্ককে গুলি করে হত্যা, তারেক রহমানের নিন্দা

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় তীব্র শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, একটি গণতান্ত্রিক সমাজে কেবল রাজনৈতিক বিশ্বাস ও সক্রিয়তার কারণে কাউকে সহিংসতার শিকার হতে হবে না।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে তারেক রহমান তার ফেসবুক পোস্টে লেখেন, চার্লি কার্কের মৃত্যুতে ‘সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে’। 

তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে কারও রাজনৈতিক বিশ্বাস বা কর্মকাণ্ডের কারণে সহিংসতার শিকার হওয়া উচিত নয়। কোনো ব্যক্তির ধর্ম, মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারও জীবন এই জঘন্যভাবে শেষ হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।

নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারেক রহমান বলেন, ‘আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের জন্য আন্তরিক সমবেদনা ও প্রার্থনা জানাই।‘

প্রসঙ্গত, বুধবার যুক্তরাষ্ট্রের উটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময়  গুলিবিদ্ধ হন মার্কিন প্রভাবশালী রক্ষণশীল নেতা চার্লি কার্ক । গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সম্ভবত পাশের কোনো ভবনের ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল।

চার্লি কার্ক ছিলেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ। তিনি টার্নিং পয়েন্ট ইউএসএ নামে দেশের সবচেয়ে বড় কনজারভেটিভ যুব সংগঠনের সহপ্রতিষ্ঠাতা এবং ‘দ্য আমেরিকান কমব্যাক ট্যুর’ নামের প্রচারণায় তরুণদের মাঝে রক্ষণশীল মূল্যবোধ প্রচারে সক্রিয় ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং তরুণ ভোটারদের ট্রাম্পের পক্ষে একত্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #অঙ্গরাজ্য #বিএনপি #তারেক রহমান