মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ১৩-১৮ সেপ্টেম্বর ইসরাইল এবং যুক্তরাজ্য সফর করবেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সফরের ঘোষণা দিয়েছে যা কাতারে ইসরাইলি হামলার মধ্যে অনুষ্ঠিত হবে।
ইসরাইল সফরের সময় রুবিও ইসরাইল-হামাস সংঘাত এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তুলে ধরবেন। তিনি ইসরাইলের নিরাপত্তা সম্পর্কে মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন এবং গাজায় হামাসকে আর কখনও নিয়ন্ত্রণ নিতে না দেয়ার বিষয়ে গুরুত্ব দেবেন। রুবিও ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের নিরাপত্তার ব্যাপারে আলোকপাত করবেন।
লন্ডনে রুবিও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠক করবেন। তারা আলোচনা করবেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান-পারমাণবিক সমস্যা, গাজায় যুদ্ধবিরতি এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে। এই বৈঠকটি বৈশ্বিক নিরাপত্তা এবং সহযোগিতা বিষয়ক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
রুবিওর এই সফরের আগেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে ইসরাইলি হামলা নিয়ে মর্মাহত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, হামাসের ওপর ইসরাইলি হামলা গাজার যুদ্ধবিরতি আলোচনা এবং জিম্মি মুক্তির প্রক্রিয়াকে প্রভাবিত করবে না।
গেল মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) কাতারের দোহায় হামাসের একটি অফিসকে লক্ষ্যবস্তু করে ইসরাইলি বিমান হামলা চালায়। এতে ৬ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিন দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা।
এসকে//