আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসরাইল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে  ইসরাইলি হামলা এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ নিয়ে উত্তেজনার মধ্যেই  ইসরাইল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার তিনি ইসরাইলের উদ্দেশে দেশ ছেড়ে গেছেন।

যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও জানিয়েছেন, দোহায় ইসরাইলি হামলায় যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট নন। তবে এই হামলার কারণে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ইসরাইলি নেতাদের সঙ্গে গাজা যুদ্ধের সমাপ্তি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করবেন তিনি।

তিনি আরও জানান, গাজায় এখনো যেসব মার্কিন নাগরিকসহ জিম্মি রয়েছেন, তাদের মুক্তির উপায় এবং চলমান যুদ্ধ কীভাবে শেষ করা যায়- এসব বিষয়ে ইসরাইলি নেতাদের সঙ্গে তার আলোচনা হবে।

রুবিও বলেন, ‘বর্তমানে ৪৮ জন জিম্মি রয়েছেন। তাদের সবাইকে দ্রুত ও একসঙ্গে মুক্ত করা জরুরি। যুদ্ধের ইতি ঘটলেও গাজা পুনর্গঠনের মতো কঠিন কাজ সামনে অপেক্ষা করছে।’

গাজার ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অঞ্চলকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সেখানকার জনগণ একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে ‘

ইসরাইল সফর শেষে রুবিও আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রিটেন সফরে তার সঙ্গে যোগ দেবেন বলেও জানা গেছে।

সূত্র: রয়টার্স

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #মার্কো রুবিও