গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের টার্গেট করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই হামলার কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইসরায়েলকে কাতার ইস্যুতে আরও সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর)) নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইসরায়েলের উচিত কাতার নিয়ে অত্যন্ত সতর্ক থাকা।”
তিনি আরও বলেন, “হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার, তবে কাতার আমাদের গুরুত্বপূর্ণ মিত্র।”
এক সাংবাদিক জানতে চান, দোহায় ইসরায়েলি হামলা প্রসঙ্গে নেতানিয়াহুকে কিছু বলার আছে কি না। ট্রাম্প উত্তরে বলেন, “আমার বার্তা খুব পরিষ্কার— তাদের অবশ্যই খুব, খুব সতর্কভাবে এগোতে হবে।”
এর আগে নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে মিলিত হন ট্রাম্প। সে সময় কাতারের প্রধানমন্ত্রীর প্রশংসা করে তাকে “চমৎকার মানুষ” বলে মন্তব্য করেন তিনি।
এদিকে দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা এবং আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় আরব ও মুসলিম বিশ্ব কাতারের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার দোহায় শুরু হয়েছে আরব ও মুসলিম নেতাদের এক জরুরি শীর্ষ সম্মেলন।
সম্মেলনে অংশ নেয়া দেশগুলো ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে কাতারের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনও আইনি পদক্ষেপকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, “এই আক্রমণের জবাবে আমাদের কঠোর ও সুসংগঠিত প্রতিক্রিয়া জানাতে হবে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
এসি//