ইসরাইলকে ‘বর্বর’ আক্রমণকারী হিসেবে আখ্যায়িত করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। দোহায় আরব-ইসলামিক সম্মেলনের পূর্ব প্রস্তুতির বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এ বৈঠকের মূল লক্ষ্য ইসরাইলের বিরুদ্ধে আরব দেশগুলোর একজোট হওয়া। বিশেষ করে হামাসের নেতাদের লক্ষ্য করে কাতারে ইসরাইলি হামলার বিরুদ্ধে করনীয় নির্ধারণ করা।
কাতারের আমির বলেছেন, এই হামলা উসকানিমুলক। এমন আক্রমণের বিরুদ্ধে আরব বিশ্বে সোচ্চার থাকবে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আইনি পদক্ষেপ কাতার। এই পদক্ষেপে তাদের পাশে থাকবে আরব রাষ্ট্রগুলো।
এসময় ইসরাইলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে তিনি আরব দেশগুলোর প্রতি আহবান জানান। একই সঙ্গে দ্বিচারিতা পরিহার করে ইসরায়েলী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন, দখলদার ইসরাইল বারবার গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে। তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ করছে। তাদের জানা উচিত, তারা সফল হতে পারবে না।
তিনি অভিযোগ করেন, ইসরাইলি সরকার প্রস্তাব প্রত্যাখ্যান করে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাড়াচ্ছে। একারনে ঝুঁকিতে আছে আরব অঞ্চলের মানুষ।