ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তার দেশকে একঘরে হওয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে। এরকম ঘটনা ঘটলে এর জন্য ইউরোপের মুসলিম নেতারাই দায়ী থাকবেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জেরুজালেমে মার্কো রুবিওর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এসব মন্তব্য করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
দোহায় ইসরাইলের বিমান হামলা প্রসঙ্গে তিনি বলেন, হামলার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদীদের প্রতি বার্তা দেয়া যে ইসরায়েল তাদের যে কোন স্থান থেকেই খুঁজে বের করবে।
নেতানিয়াহু আরও বলেন, "সন্ত্রাসবাদীদের কেউ রক্ষা করতে পারবে না," এবং এই হামলার পরবর্তী পদক্ষেপগুলোর জন্য ইউরোপের মুসলিম নেতারাই দায়ী থাকবে। তিনি উদাহরণ হিসেবে ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন, যাকে যুক্তরাষ্ট্র পাকিস্তানে গিয়ে হত্যা করেছিল।
উল্লেখ্য, কাতারসহ আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে আলোচনা শুরু করেছে।
সূত্র: রয়টার্স
এসি//