ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। চিঠিতে তিনি বিষয়টিকে ‘জনগণের আন্দোলন’ হিসেবে উল্ল্যেখ করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
চিঠিতে বলা হয়, ৪ আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে সংযুক্ত করায় দুই ইউনিয়নের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ফলে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
১৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব, হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। এছাড়াও সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এতে দক্ষিণবঙ্গের যানবাহন চলাচল বন্ধ থাকে, ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
চিঠিতে বলা হয়, বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণের জন্য কর্মসূচি অব্যাহত রেখেছেন। তাই ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের ভাঙ্গা হতে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসন পুননির্ধারণের বিষয় দুটি সংসদীয় আসনের জনগণ মেনে নিতে পারেনি। উক্ত দুটি আসনের সর্বস্তরের জনগণ এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে মর্মে জানা যায়। এ পরিপ্রেক্ষিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে পুনর্বিবেচনা না করা হলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
জাতীয় সংসদীয় আসন-২১২ ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে জাতীয় সংসদীয় আসন-২১৪ ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের মধ্যে পুনরায় অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হল।
আই/এ