সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর স্বামী নজরুল ইসলাম ও পাঁচ বছরের কন্যাশিশুকে রেখে ঝিনাইদহে প্রেমিক হৃদয়ের বাড়ি চলে এসেছেন পাবনা জেলার গৃহবধূ খদিজা আক্তার নীলা।
জানা গেছে, ফেসবুকে পরিচয়ের পর ধীরে ধীরে নীলা ও হৃদয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। দিনের পর দিন চ্যাট, রাতভর ফোন কল এবং ভালোবাসার ইমোজিতে তারা সম্পর্ককে আরও নিবিড় করেন।
অবশেষে এক সকালে নীলা পরিবারকে কিছু না জানিয়ে ঝিনাইদহ চলে আসেন। সেখানে আইনি জটিলতা উপেক্ষা করে নোটারি পাবলিকের মাধ্যমে প্রেমিকের সঙ্গে বিয়েও সম্পন্ন করেছেন তিনি। যদিও এখনও তার পূর্বের স্বামী নজরুল ইসলাম তাকে ডিভোর্স দেননি।
এ ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ এ ঘটনাকে ‘ভালোবাসার জয়’ হিসেবে দেখছেন। আবার অনেকে এটিকে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের একটি উদাহরণ বলছেন।
ফেসবুকের এই প্রেম কাহিনী এখন শুধু ঝিনাইদহ বা পাবনা নয়, সারাদেশেই নেটিজেনদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এমএ//