জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি কোনও জোটে যাবে না। নিজস্ব অবস্থানে থেকেই রাজনীতি করবে। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) পদ্ধতি চায় এনসিপি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাঈদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সঙ্গে আন্দোলনের বিষয়টি নাকচ করে নাহিদ বলেন, ‘‘জামায়াত সংসদের উভয়পক্ষে পিআর পদ্ধতি চায়। আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। তবে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।’’
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতার অভাবেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করতে পারছে। আওয়ামী লীগ নানাভাবে সংগঠিত হচ্ছে, সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামগঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার জুলাই গণহত্যার আসামিদের ছেড়ে দিচ্ছে। সন্ত্রাসীরা এনসিপি নেতাদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে।
সাবেক এ উপদেষ্টা বলেন, ‘‘কতিপয় দালাল মিডিয়া দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ও অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।’’
এনসিপির কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নতুন সংবিধানসহ এনসিপির ২৪ দফা কর্মসূচি নিয়ে দেশের উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করবে তার দল। শিগগিরই এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।
আই/এ