রাজনীতি

সিঙ্গাপুর যাচ্ছেন নুর

ছবি: সংগৃহীত ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, চিকিৎসকদের পরামর্শে নুর সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে দেশ ছাড়বেন। এসময় তার সঙ্গে থাকবেন ডা. সাজ্জাদ হোসেন।

উল্লেখ্য, গেল ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপার কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন। 

পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের সময়ও তিনি গুরুতর আঘাত পান। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু হয়। কিছুদিন আইসিইউতে থাকার পর আরও বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়ে ১০ সদস্যের বোর্ডের অধীনে তার চিকিৎসা চলে।

গেল ১৫ সেপ্টেম্বর নুর হাসপাতাল থেকে বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভিপি নুর #নুর