দেশজুড়ে

পরকীয়া সন্দেহে প্রবাসীর স্ত্রী ও যুবকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পরকীয়ার অভিযোগে এক প্রবাসীর স্ত্রী (২৮) ও যুবক ওয়াহিদ মিয়া (২৯) কে খুঁটিতে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করে গ্রামবাসী। রবিবার সকালে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে তাদের পেটানো হয়। 

ভিডিওতে দেখা যায়, হাবিবুর রহমান ওরফে হবি ডাকাত এবং অন্য এক ব্যক্তি তাদের মারধর করছে। 

ভুক্তভোগী নারীর পরিবার জানিয়েছেন, ১০ বছর আগে কটিয়াদীর রতনের সঙ্গে তার বিয়ে হয়। রতন কয়েক বছর আগে কাজের সন্ধানে সৌদি আরবে যান। গেল রোববার চান্দপুর ইউনিয়নের বাসিন্দা ওয়াহিদ মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে, এমন অভিযোগে ভুক্তভোগী নারী ও ওয়াহিদ মিয়াকে মারধর করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ মোঃ শাহরিয়ারার জানান, ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়রা বলছেন, মধ্যযুগীয় কায়দায় এই ধরনের নির্যাতন সম্পূর্ণ বেআইনি। এসময় যথাযথ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করে তারা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ #পরকীয়া #নির্যাতন