আন্তর্জাতিক

'লাইফ সাপোর্টে' জাতিসংঘ!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: আরব নিউজ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ–এ প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক কার্টুনে জাতিসংঘের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন খ্যাতনামা কার্টুনিস্ট আমজাদ রাসমি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত কার্টুনটিতে জাতিসংঘ সদর দপ্তরকে দেখানো হয়েছে এক বিশাল মুখমণ্ডলের মতো, যার নাক-মুখে লাগানো রয়েছে অক্সিজেন মাস্ক। মাস্কটি সংযুক্ত রয়েছে একটি বিশাল অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে। এই প্রতীকী উপস্থাপনার মাধ্যমে রাসমি বোঝাতে চেয়েছেন যে, জাতিসংঘ এখন কার্যত "লাইফ সাপোর্ট"-এ থাকা একটি দুর্বল ও নিঃশ্বাসকষ্টে ভোগা প্রতিষ্ঠান।

এই কার্টুনটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন জাতিসংঘের কার্যকারিতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক ভূমিকাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জাতিসংঘে যান্ত্রিক বিভ্রাটের ঘটনায় "ত্রিমুখী নাশকতা"র অভিযোগ এনে তদন্ত দাবি করেছেন।

বিশ্ব রাজনীতিতে জাতিসংঘের অবস্থান, প্রভাব, ও সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ চাপের মধ্যে সংস্থাটির কর্মক্ষমতা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। আমজাদ রাসমির এই কার্টুন সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে, এবং অনেকেই এটিকে জাতিসংঘের প্রতি আস্থার সংকটের প্রতীক হিসেবেও দেখছেন।

উল্লেখ্য, আমজাদ রাসমি একজন প্রখ্যাত জর্ডানীয় কার্টুনিস্ট, যিনি ১৯৭৪ সালে আম্মানে জন্মগ্রহণ করেন। তিনি আম্মানের ইনস্টিটিউট অব ফাইন আর্টস থেকে চিত্রকলায় শিক্ষা লাভ করেন এবং বর্তমানে লন্ডনভিত্তিক আরব দৈনিক আশরক আল-আওসাত–এ নিয়মিত কাজ করেন।

তিনি জর্ডানিয়ান কার্টুন অ্যাসোসিয়েশন এবং ফাইন আর্টস অ্যাসোসিয়েশনের সদস্য। ২০০৭ সালে কার্টুন বিভাগে আরব জার্নালিজম অ্যাওয়ার্ড অর্জন করেন এবং ২০১২ সালে একই পুরস্কারের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাসমির কাজ মূলত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ইস্যুতে সূক্ষ্ম ব্যঙ্গ এবং সমালোচনার ছাপ বহন করে, যা বিভিন্ন সময় বিভিন্ন আরব ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোড়ন তুলেছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতিসংঘ