ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় একদিনে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪২ জন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে এমনটাই জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বাস্তবে নিহত ও আহতের সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ ধ্বংসস্তূপের নীচে আটকা অনেক মরদেহ এখনও উদ্ধারের বাইরে রয়েছে। প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ৫৪৯ জন এবং আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জনে।
এছাড়া গেল ২৭ মে থেকে গাজায় খাদ্য ও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি সেনারা। শুক্রবার ত্রাণ নিতে গিয়ে ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এমএ//