দেশজুড়ে

কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির সুমন (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বুরুদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবির সুমন ওই এলাকার সাবেক চেয়ারম্যান মন্টু মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল রোববার পাকুন্দিয়ায় একটি মসজিদে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। ওই রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম তার ফেসবুকে পোস্ট দিয়ে কর্মসূচি পালন করার বিষয়টি জানিয়ে ছবি পোস্ট করেন।

ফেসবুকে ছড়িয়ে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির সুমন সরকার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বুরুদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াদুল কবির ইয়ানের নেতৃত্বে ওই দোয়া মাহফিল হয়।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, রোববার কোন এক সময়ে বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী স্থানীয় কন্দরপদী একটি স্থানে জড়ো হন। পরে তারা একটি মসজিদে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেন।

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানিয়েছেন, যারা ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীলতা করতে চায় তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ #আওয়ামী লীগ