কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনালাপে এ ক্ষমা চান তিনি।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, কথোপকথনের শুরুতেই নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেন যে হামাসকে লক্ষ্য করে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হয়েছেন। এ হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘিত হওয়ায় নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।
নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে নেতানিয়াহু লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হামলায় আপনার একজন নাগরিক নিহত হওয়ায় ইসরাইল দুঃখিত। আমি আপনাকে আশ্বস্ত করছি, ইসরাইলের লক্ষ্য ছিল কেবল হামাস, কাতারি জনগণ নয়।”
এর আগে গেল ৯ সেপ্টেম্বর দোহায় পরিচালিত এ হামলায় অন্তত পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এটি ছিল কাতারে ইসরাইলের প্রথম হামলা। লক্ষ্য ছিল যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া হামাসের শীর্ষ নেতারা, তবে তারা প্রাণে বেঁচে যান।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ফোনালাপ দোহায় আবাসিক এলাকায় হামলার প্রতিক্রিয়া মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ। আলাপের শুরুতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
এমএ//