আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (০৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজা সিটিতে নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবন ও স্কুল, নিহত হচ্ছে ডজনের পর ডজন মানুষ।

একইসঙ্গে গাজা সিটির লাখো বাসিন্দাকে শহর ছাড়তে ‘শেষবারের মতো’ হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক্সে লিখেছেন, শহরে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী বা তাদের সহযোগী’ হিসেবে গণ্য করা হবে।

স্থানীয় সাংবাদিকদের বরাতে আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি সেনারা আল-রাশিদ সড়ক দিয়ে মানুষকে দক্ষিণে যেতে বাধ্য করছে। তবে পালানোর পথেও হেলিকপ্টার, ড্রোন ও ট্যাংক দিয়ে হামলা চালানো হচ্ছে। এতে তৈরি হয়েছে ভয় ও বিশৃঙ্খলা।

চিকিৎসা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গাজা সিটিতে কমপক্ষে ১০ জন নিহত হন। দক্ষিণে ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান আরও ১৩ জন। চলমান দুর্ভিক্ষে খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা ইতোমধ্যেই প্রায় ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৯ হাজার মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মোট ৬৬ হাজার ২২৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৬৯ হাজারে। আর এ বছরের মার্চে ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে প্রাণ হারিয়েছেন ১৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ফিলিস্তিন #ইসরাইল