অবরুদ্ধ গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটি কিছু শর্ত মেনে চলার ঘোষণা দিয়েছে। তবে পুরোপুরি সম্মতি এখনও দেয়নি।
শনিবার (০৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হামাস জানিয়েছে, তারা অবশিষ্ট সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে রাজি। পাশাপাশি তারা গাজার প্রশাসন একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার হাতে হস্তান্তর করতে স্বীকৃতি দিয়েছে। এই সংস্থাটি ফিলিস্তিনি জাতীয় ঐক্য এবং আরব ও ইসলামি সমর্থনের ভিত্তিতে গঠিত হবে।
উল্লেখ্য, ট্রাম্পের পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ শর্তে হামাস এখনও রাজি হয়নি। এর মধ্যে রয়েছে নিরস্ত্রীকরণ বা অস্ত্র সমর্পণ এবং গাজার প্রশাসনে ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা রাখার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া।
এ বিষয়ে এখনও পরিষ্কার নয় যে ট্রাম্প নতুন আলোচনায় এসব বিষয় নিয়ে রাজি হবেন কি না।
এমএ//