আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই গাজায় বর্বর হামলা অব্যহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। অবরুদ্ধ উপ্যরকাটিতে বিমান হামলা চালিয়ে আরও ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামাস বলছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর দাবি করলেও বাস্তবে ইসরাল তার আগ্রাসন থামায়নি।

রোববার (০৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

গাজার গণমাধ্যম কার্যালয়ের বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরালি বাহিনী শনিবার ৯৩টি বিমান হামলা চালিয়েছে, যাতে ৭০ জন নিহত হন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই ৪৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার এক বিবৃতিতে হামাস জানায়, ‘নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান কমানোর বিষয়ে যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সরকারের দাবি মিথ্যা প্রমাণ করেছে এই রক্তক্ষয়ী হামলা।’

এর আগে গেল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে ‘অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে’ আহ্বান জানান। কারণ হামাস তার যুদ্ধবিরতি প্রস্তাবের অংশ হিসেবে ইসরালি বন্দিদের মুক্তি দিতে প্রস্তুতির কথা প্রকাশ করেছে। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন হামাস ‘টেকসই শান্তির জন্য প্রস্তুত।’

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল #ফিলিস্তিন #ট্রাম্প