স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪২

গেল ২৪ ঘণ্টায়  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও নয়জন প্রাণ হারিয়েছেন। এ সময় ১ হাজার ৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (০৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪২ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ২০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরের এখন পর্যন্ত ১৪ জন ডেঙ্গুরোগী মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু