দেশজুড়ে

কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকবৃন্দের ৫দফা দাবি বাস্তবায়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে কিশোরগঞ্জে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষকরা বলেন, সরকারি মাধ্যমিকের প্রায় ১৫ হাজার শিক্ষকের জন্য পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪%। যৌক্তিক কোনো পদসোপান না থাকায় দীর্ঘ ৩২/৩৩ বছর চাকুরী করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়। পদোন্নতি অনিয়মিত বিধায় বেশকিছু পদ খালি পড়ে থাকে বছরের পর বছর। যা পদোন্নতি বঞ্চিতদের হতাশ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অন্তরায় হিসেবে কাজ করে।

তারা আরোও বলেন, সরকারি মাধ্যমিকে শিক্ষক-কর্মকর্তাগণ প্রাপ্ত বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি, পদায়ন সহ চাকুরির বিভিন্নক্ষেত্রে বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকারি মাধ্যমিকে বিদ্যমান বৈষম্য নিরসন ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ০৫ (পাঁচ) দফা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের সদয় হস্তক্ষেপ কামনা করছেন

 মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগম, সরযূবালা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানমসহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম, সিনিয়র শিক্ষক স্বপন কুমার সরকার, আজিজুক হক, হাবিবুর রহমান, এনায়েত হোসেন, মোহাম্মদ আলীসহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ