বোদা উপজেলা প্রশাসনের আয়োজন এবং গণসাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর সহযোগিতায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, এনসিপির বোদা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের মোছা: মালেকা বেগম, আলোয়াখোয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, শিক্ষক শেফালী বেগম, বোদা উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগ . বোদা পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হোসেন ও তিতোপাড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন।সভায় বোদা পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হোসেন, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নারগিস পারভীন, মানিকপীর বেংহারি ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ মোজাহীদুল ইসলাম, বড়ুয়াপাড়া (নূতনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ও আটিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাজমুন নাহার।
সভায় উপজেলার ৫ জন গুনী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতিথিরা তাদের হাতে এ ক্রেস্ট তুলে দেন।
আই/এ