স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৮২ জন রোগী ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন খুলনা বিভাগের।

সোমবার (০৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা বিভাগে ১৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯০ জন, খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন আর মৌসুমি নয়, সারা বছরই হচ্ছে। বৃষ্টি বাড়লে আক্রান্তের সংখ্যাও বাড়ে। প্রতিরোধে মশা নিধনের ওষুধ ব্যবহার ও সিটি করপোরেশনের প্রচার বাড়ানোর পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে মশানিধন সম্ভব না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিঙ্গু #ডেঙ্গু আপডেট