দেশজুড়ে

স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

ছবি: সংগৃহীত

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা দেয়। এর মধ্য দিয়ে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকর্মীদের প্রচেষ্টায় লাইন মেরামত করে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেট #লাইনচ্যুত