রাজনীতি

কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা কিংবা আসন ভাগাভাগি করেননি

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান।

নুরের পোস্টের হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

আচ্ছা, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল/তমুক দলের সাথে নির্বাচনী জোট/আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশোবার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি। তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সাথে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়া নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬ টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।

আশা করি এ মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাকী আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে। তাহলে আপনারা আমাদের বক্তব্য না নিয়ে মনগড়া/অনুমান নির্ভর নিউজ করে কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন?

অযথা মনগড়া/অনুমান নির্ভর সংবাদ করে বা কথা বলে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ।

প্রয়োজনে দলীয় অবস্থানসহ যে কোন বিষয় জানতে কথা বলুন দলীয় মুখপাত্র হাসান আল মামুন (+8801716233379) ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ( +8801772400567)

সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নুরুল হক নুর