আবহাওয়া

কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে পরিবর্তনশীল আবহাওয়ার প্রবণতা দেখা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

শনিবার (১১ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি, আর ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

রবিবার (১২ অক্টোবর) থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অধিদপ্তর। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যত্র আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল—বিশেষত চট্টগ্রাম বিভাগে—দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না।

বর্ধিত পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #আবহাওয়া বার্তা