আন্তর্জাতিক

প্রেমিকাকে বিয়েতে বাধা, আগুনে পুড়িয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন বিকাশ কুমার নামের এক ব্যক্তি। কিন্তু এতে আপত্তি জানায় তার দ্বিতীয় স্ত্রী। এতেই ক্ষুব্ধ হয়ে শরীরে পেট্রোল ঢেলে ও এলপিজি সিলিন্ডার ছেড়ে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা করেন তিনি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার এক গ্রামে।  

শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়, বিকাশ তার দ্বিতীয় স্ত্রী সুনিতা দেবীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। সুনিতা তাকে প্রেমিকাকে বিয়ে করতে বাধা দিয়েছিলেন। ঘটনার আগে সুনিতা ফোন করে তার ভাইকে জানান, বিকাশ তাকে ঘরে আটকে রেখে শরীরে পেট্রোল ঢেলে দিয়েছে। কিছুক্ষণ পর ফোনে তিনি কাঁদতে কাঁদতে বলেন, “আমি আর বাঁচব না।” এরপর তার ফোন বন্ধ হয়ে যায়।

সুনিতার পরিবারের সদস্যরা দ্রুত শ্বশুরবাড়িতে পৌঁছালে বিকাশের পরিবারের লোকজন মরদেহ দাহের প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ করেন তারা। তাদের উপস্থিতি টের পেয়ে বিকাশের পরিবার পালিয়ে যায়।

সুনিতার বাবা জানান, পাঁচ বছর আগে তার মেয়ের বিয়ে হয় বিকাশ কুমারের সঙ্গে। পরে জানা যায়, বিকাশের আগেও একটি স্ত্রী আছে, যার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। সন্তান জন্মের পরপরই দু’জনের মৃত্যু হলে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন বাড়ে। সম্প্রতি বিকাশ তার প্রেমিকাকে বিয়ের ইচ্ছা প্রকাশ করলে দাম্পত্য বিরোধ চরমে ওঠে।

স্থানীয় থানার কর্মকর্তা অনিল কুমার পান্ডে জানান, ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের তদন্ত চলছে। বিকাশ ও তার পরিবারের সদস্যরা পলাতক।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্ত্রীকে পুড়িয়ে হত্যা #হত্যা