আন্তর্জাতিক

ট্রাম্পের অনুমতিতে গাজায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির পর উপত্যকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। তবে এই পদক্ষেপের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। সোমবার (১৩ অক্টোবর) মিডল ইস্ট আই–এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হামাস বর্তমানে গাজায় অপরাধ দমন করছে। নিরাপত্তা শূন্যতা ঠেকাতে আমরা তাদের সাময়িকভাবে নিজস্ব বাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছি। অবশ্যই, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই খান ইউনুসসহ গাজার বিভিন্ন এলাকায় সশস্ত্র হামাস যোদ্ধাদের টহল দিতে দেখা গেছে। ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন হামাস এখন ‘সমস্যা বন্ধ করতে চায়’ এবং এটি ‘অঞ্চলে স্থিতিশীলতার জন্য ইতিবাচক পদক্ষেপ।’

ইসরাইল ও মিশর সফরে যাওয়ার আগে ট্রাম্পের এই মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একইদিনে ইসরাইলের নেসেটে দেওয়া এক ঐতিহাসিক ভাষণে তিনি এই যুদ্ধবিরতিকে ‘ইসরাইলের বিজয়’ হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের বিশৃঙ্খল শক্তিগুলো কার্যত পরাজিত হয়েছে। এখন ইসরাইল শান্তিচুক্তি সম্প্রসারণের দিকে মনোযোগ দিতে পারে। ইসরাইলি ও ফিলিস্তিনি—উভয়ের জন্যই এটি দীর্ঘ দুঃস্বপ্নের অবসান এবং এক নতুন সূচনা।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হামাস #ইসরাইল #ফিলিস্তিন #ট্রাম্প