অর্থনীতি

ভোজ্যতেলের দাম সরকার বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের দাম সরকার বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানী পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো ব্যবসায়ী দাম বাড়াতে পারবে না। যদি বাজারে দামের তারতম্য দেখা দেয়, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এর আগে, গতকাল (সোমবার) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকা, যা আগে ছিল ১৮৯ টাকা। এক লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৭ টাকায়, আগে ছিল ১৬৯ টাকা। আর খোলা পাম তেলের নতুন দাম ১৬৩ টাকা, যা আগে ছিল ১৫০ টাকা।

এছাড়া পাঁচ লিটারের বোতলে সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯৪৫ টাকা, আগে যা ছিল ৯২০ টাকা।

উল্লেখ্য, এপ্রিল মাসে সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। লিটারপ্রতি বোতলজাত তেলের দাম ১৪ টাকা, খোলা তেলের ১২ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৭০ টাকা বৃদ্ধি পায়। আগস্টে খোলা পাম তেলের দাম কিছুটা কমানো হয়েছিল।

তবে গেল মাসের শেষে তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি দেখিয়ে ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেল ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলে, বাণিজ্য মন্ত্রণালয় এক টাকার বেশি বাড়াতে রাজি হয়নি। তবে পরবর্তীতে বাজারে দাম বাড়ার খবর আসে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভোজ্যতেল #বাণিজ্য উপদেষ্টা #শেখ বশিরউদ্দীন #তেলের দাম