রাজনীতি

জুলাই সনদে সই করা দলগুলো জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ ইসলাম

জুলাই সনদে সই করা দলগুলো জনগণ ও গণঅভ্যুত্থান থেকে ছিটকে গেছে। বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামশনিবার (১৮ অক্টোবর) বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের স্বাক্ষর এখন কেবল একটি আনুষ্ঠানিকতা। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়া-পাওয়ার কোনো প্রতিফলন এতে ঘটেনি। তাই এর আইনি ভিত্তি না থাকলে এটি জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে গণ্য হবে।”

তিনি আরও বলেন, “যেসব রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করেছে তাদের প্রতি আমাদের কোনো ব্যক্তিগত আপত্তি নেই, তারা আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তা করেছে। তবে আমরা দাবি জানাচ্ছি—সনদটিকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে।”

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, “বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা পুরোনো ব্যবস্থাকে টিকিয়ে রাখতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিছু রাজনৈতিক দল সেই সমঝোতার অংশ হলেও, জাতীয় নাগরিক পার্টি তাতে শরিক হয়নি। আমরা সনদে স্বাক্ষর করিনি বলেই রাজনীতি থেকে ছিটকে যাইনি; বরং যারা অংশ নিয়েছে, তারাই জনগণ ও গণ-অভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন হয়েছে।”

 

উল্লেখ্য, আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার পর গতকাল (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন। তবে মতভিন্নতার কারণে এনসিপিসহ পাঁচটি দল সনদে স্বাক্ষর করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই #জুলাই সনদ #গণঅভ্যুত্থান