আন্তর্জাতিক

‘হত্যাযজ্ঞে জড়িত’ ১৭ ইসরাইলি সামরিক বিজ্ঞানীর তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের শীর্ষ সামরিক বিজ্ঞানীদের গোপন তথ্য ফাঁস করেছে ‘হান্দালা’ নামে এক হ্যাকার সংগঠন। এই গ্রুপটি প্রথমবারের মতো ১৭ জন ইসরাইলি সামরিক বিজ্ঞানীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে বলে দাবি করেছে।

রোববার (১৯ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, হান্দালা এক বিবৃতিতে এই তথ্য প্রকাশকে “অভূতপূর্ব ও ঐতিহাসিক” বলে বর্ণনা করেছে।

বিবৃতিতে বলা হয়, “আমরা আজ এমন ১৭ জন ঊর্ধ্বতন সামরিক বিজ্ঞানীর তথ্য প্রকাশ করছি, যারা ইহুদিবাদী শাসনের মূল কারিগর। তাদেরই হাত ধরে সৃষ্টি হয়েছে সেই অস্ত্র, যা নিরপরাধ মানুষের মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে।”

গ্রুপটি আরও দাবি করেছে, এই বিজ্ঞানীরাই বহু যুদ্ধ ও সামরিক অভিযানে ব্যবহৃত ভয়াবহ প্রযুক্তির পেছনের প্রধান পরিকল্পনাকারী ছিলেন।

তবে মেহের নিউজ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ইসরাইলি কর্তৃপক্ষ বা কোনো আন্তর্জাতিক সংস্থা এই তথ্য ফাঁসের বিষয়ে মন্তব্য করেনি। একইসঙ্গে ফাঁস হওয়া তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি।

ফাঁস হওয়া বিজ্ঞানিদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #হান্দালা #হ্যাক #হ্যাকার