বিনোদন

মারা গেছেন অভিনেতা গোবর্ধন আসরানি

বিনোদন ডেস্ক

ভারতের কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি মারা গেছেন। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় তিনি মারা যান। মৃত্যুকালে আসরানির বয়স হয়েছিল ৮৪ বছর।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মুম্বাই শহরের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন আসরানি। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল।

পাঁচ দশকের বেশি সময়জুড়ে ৩৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন গোবর্ধন আসরানি। তবে তার সবচেয়ে বিখ্যাত চরিত্রগুলোর মধ্যে অন্যতম ‘শোলে’ ছবির জেলার।

অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও আমজাদ খানের মতো তারকার ভিড়ে তার জেলার চরিত্র দর্শকদের মনে অমলিন হয়ে আছে আজও। এই চরিত্রই আসরানিকে ভারতীয় সিনেমার ইতিহাসে কৌতুকাভিনেতাদের মধ্যে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

অভিনয়ের পাশাপাশি বেশ কিছু চিত্রনাট্যও লেখা ও পরিচালনাও করেছেন আসরানি। ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘চলে মুরারি হিরো বননে’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ওই চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নিজেই সামলেছিলেন। এছাড়া ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সালাম মেমসাব’ ছবিটিও নিজে পরিচালনা করেছিলেন তিনি

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #গোবর্ধন আসরানি #বলিউড