দেশজুড়ে

পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। তারা সবাই পরস্পরের চাচাতো ভাই।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এই দুর্ঘটনা ঘটে। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যায় শিশুরা খালের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে মাহিন ও মিশকাতকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নাজমুল হাসান সানিলকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ