বিএনপি

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে ‘রেইনবো নেশন’ গড়বে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ২০২২ সালে যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে রেইনবো নেশন তৈরি করবো। যাতে সকল জাতিগোষ্ঠী তাদের অবদান রাখবে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা ওয়ানগালা-২০২৫উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আগামীতে বিএনপি সরকারে এলে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করা হবে। আমাদের দায়িত্ব, সকল সম্প্রদায়ের যেন অর্থনৈতিক উন্নতি হয় এবং তাদের কৃষ্টি-সংস্কৃতি ধরে রাখার জন্য কাজ করা।

তিনি বলেন, বিএনপি আগামীতে সরকারে এলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন করা হবে এবং সরকারিভাবে গারোদের ওয়ানগালা উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের মূল যে ধারা, সেই ধারার সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে এক হওয়ার চেষ্টা করতে হবে। মন-মানসিকতাকে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জন্যেই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে চিহ্নিত করেছেন’’

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফখরুল