রাজধানীতে হাইকোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর আসে হাইকোর্টের সামনে যানবাহনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির। হাইকোর্ট এলাকায় থাকত। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এমএ//